E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরিয়ায় ৬ দিনে ২২০০ তাকফিরি সন্ত্রাসী নিহত

২০১৭ এপ্রিল ০১ ১১:১৮:২১
সিরিয়ায় ৬ দিনে ২২০০ তাকফিরি সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার হামা শহরে সরকারি সেনাদের অভিযানে এক সপ্তা’রও কম সময়ে প্রায় দু’ হাজার ২০০ তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সানা গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

এ অঞ্চলে সংঘর্ষ ও অভিযান এখনও চলছে। সানা জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত হামায় নিহত তাকফিরি সন্ত্রাসীরা সাবেক আননুসরার নতুন সংস্করণ ফাতিহ আশশাম গোষ্ঠীর সদস্য।

সিরিয়ার সরকারি সেনারা বিমান বাহিনীর সহায়তা নিয়ে ফাতিহ আশ শাম ও তাদের আওতাভুক্ত সন্ত্রাসী গ্রুপগুলোর অবস্থানে আঘাত হানে। ওইসন্ত্রাসী গোষ্ঠীগুলোর একদল সিনিয়র কমান্ডারও এসব অভিযানে নিহত হয়।

সিরিয়ার সরকারি সেনারা এ অঞ্চলের আরজা, বাজাম, আসসামসাম ও আশশাইহাতের পাহাড়গুলো পুনর্দখল করেছে বলে সরকারি এই বার্তা সংস্থা জানিয়েছে। অভিযানগুলোতে রুশ বিমান বাহিনীও সহায়তা দিয়েছে।

আননুসরা বা ফাতিহ আশশাম নৃশংস হত্যাযজ্ঞের জন্য কুখ্যাতি অর্জন করায় গোটা সিরিয়ায় কার্যকর হওয়া যুদ্ধ-বিরতি সমঝোতার আওতায় রাখা হয়নি এই গোষ্ঠীকে। গত ডিসেম্বর মাস থেকে বহাল রয়েছে এই যুদ্ধ-বিরতি।

হামা অঞ্চলে অস্থিতিশীলতার সুযোগে সাম্প্রতিক দিনগুলোতে অন্যান্য সন্ত্রাসী গ্রুপও হামা শহরের কাছাকাছি সরকারি সেনা অবস্থানগুলোতে হামলা চালায়। ফলে সেখানে যুদ্ধ-বিরতি ভেঙ্গে যায়। সরকারি সেনাদের নিয়ন্ত্রিত হামা অঞ্চলে যুদ্ধ চলতে থাকায় সেখানকার ৪০ হাজার বেসামরিক অধিবাসী ঘর-বাড়ী ছেড়ে শরণার্থীতে পরিণত হয়েছে বলে জাতিসংঘ সম্প্রতি খবর দিয়েছে। শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু।

(ওএস/এসপি/এপ্রিল ১, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test