E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

১০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাচ্ছে ভারত

২০১৭ এপ্রিল ০৬ ১১:৩০:৪৬
১০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে প্রায় ১০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইবি টাইমস বলছে, অধিকৃত কাশ্মির সরকারের এক প্রস্তাবের পর রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত বাস্তবায়নে একমত পোষণ করেছে। সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করেছে তারা।

‘রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের শনাক্ত ও ফেরত পাঠানোর উপায় খুঁজছে মন্ত্রণালয়’- ইউনিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ কথা বলেছেন।

ভারতের এই দৈনিকের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক পাচার ও চোরাচালান থেকে প্রাপ্ত অর্থ জঙ্গি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

আইবি টাইমস বলছে, ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গা মুসলিম অবৈধভাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে পড়েছে। এছাড়া দেশজুড়ে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছে।

মিয়ানমার সরকার মনে করে, সেদেশে বসবাসকারী প্রায় ৮ লাখ রোহিঙ্গা মুসলিম অবৈধ বিদেশি। দেশটির অনেক নাগরিকের ধারণা এই বিদেশিরা প্রতিবেশি বাংলাদেশের অবৈধ অভিবাসী। সম্প্রতি মিয়ানমারের সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা নিধনের অভিযোগ এনেছে ১৯৩ জাতিগোষ্ঠীর আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test