E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসরাইল-ভারতের ২০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি

২০১৭ এপ্রিল ০৭ ১৪:২০:৪০
ইসরাইল-ভারতের ২০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস বা আইএআই এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমআরএসএএম এ চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরাইলে বারাক ৮ নামে পরিচিত। হিব্রু ভাষায় বারাক শব্দের অর্থ বজ্র। এ ছাড়া, ভারতের প্রথম বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এলআরএসএএমও থাকবে। চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ জন্য প্রায় ২০০ কোটি ডলারের চুক্তি ভারতের সঙ্গে করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত ভারতের সঙ্গে যে সব সামরিক চুক্তি করেছে এটিই সবচেয়ে বড় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত বাজেট অনুমোদন করার পর এ চুক্তি করা হয়।

এদিকে আইএআই প্রধান জোসেফ ওয়েসিস বলেছেন, কৌশলগত অংশিদার হিসেবে গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতের সঙ্গে কাজ করছে তার সংস্থা। এ চুক্তিকে আইএআইএর সক্ষমতার প্রতি ভারত সরকারের আস্থার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test