E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সিরিয়ায় মার্কিন হামলা জাতিসংঘ ঘোষণার পরিপন্থি’

২০১৭ এপ্রিল ১০ ১১:৫১:১২
‘সিরিয়ায় মার্কিন হামলা জাতিসংঘ ঘোষণার পরিপন্থি’

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ঘোষণার পরিপন্থি বলে অভিযোগ করেছেন ইরান ও রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার রাতে এক টেলিফোন সংলাপে এ অভিযোগ করেন।

তারা উগ্র তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আগের মতোই সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, “সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাই এবং এ হামলাকে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সুস্পষ্ট আগ্রাসন বলে মনে করি।” তিনি আরো বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমেরিকার এই একতরফা হামলা নিয়ে আলোচনা ও নিন্দা জানানো অপরিহার্য হয়ে পড়েছে।”

সিরিয়ায় রাসায়নিক হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, দেশটিতে সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে খবর এসেছে এবং মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ফলে এ ধরনের আরো হামলা চালানোর ধৃষ্ঠতা পাবে জঙ্গি গোষ্ঠীগুলো।

টেলিফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে এই অগ্রহণযোগ্য হামলা চালানো হয়েছে। পুতিন বলেন, সিরিয়া সরকারের হাতে যে রাসায়নিক অস্ত্র নেই তা জাতিসংঘের ভালো করে জানা আছে। এ ছাড়া, সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং রাসায়নিক হামলার ঘটনা না ঘটলে অন্য কোনো অজুহাতে এ হামলা হতো। কিন্তু এ ধরনের হামলার ফলে সিরিয়া সংকট আরো জটিল হবে বলে প্রেসিডেন্ট পুতিন আশঙ্কা প্রকাশ করেন।

(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test