E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আফগানিস্তানে বোমা ফেলে গর্ব করলেন ট্রাম্প

২০১৭ এপ্রিল ১৪ ১১:৩৪:০৪
আফগানিস্তানে বোমা ফেলে গর্ব করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ২২ হাজার পাউন্ড বা ১০ হাজার কেজির বোমা ফেলার পর মার্কিন সামরিক বাহিনী নিয়ে গর্ব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশে ফেলা হয় বিশ্বের সর্ববৃহৎ অ-পারমাণবিক । জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব সংক্ষেপে মোয়্যাব বা এমওএবি নামের এটি ‘সব বোমার জননী হিসেবেও পরিচিত। লম্বায় ৩০ ফুটেরও বেশি বোমাটি মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ড পরিচালিত এমসি-১৩০ বিমান থেকে ফেলা হয়।

বোমা ফেলার পর হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে প্রথম বৈঠকে গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীকে নিয়ে আমরা গর্বিত এবং এটি খুবই সফল মিশন।

অবশ্য তিনি নিজে এ বোমা ফেলা নির্দেশ দিয়েছেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীকে সামগ্রিক কর্তৃত্ব দেয়া হয়েছে আর তারা সে অনুযায়ী কাজ করছে।

(ওএস/এসপি/এপ্রিল ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test