E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলে গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী

২০১৭ এপ্রিল ১৬ ১০:৫২:১৯
চলে গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী এমা মোরানো ১১৭ বছর বয়সে ইতালিতে মারা গেছেন। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এমা মোরানোর চিকিৎসক কারলো বাভা জানিয়েছেন, এমার বাসার গৃহকর্মী তাকে ফোন করে কেবল এতোটুকু জানিয়েছেন যে, শনিবার বিকেলে ভারবানিয়াতে নিজের আরাম চেয়ারে বসা অবস্থায় এমা মারা গেছেন।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির পিডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেন এমা মোরানো। নথিপত্র অনুযায়ী ১৮০০ সালের ঘরে জন্ম নেওয়া জীবিত মানুষদের মধ্যে তিনিই ছিলেন শেষ ব্যক্তি। এমা ছিলেন আট ভাই-বোনের মধ্যে সবার বড়। এদের সবাই তার আগেই মারা গেছেন।

দীর্ঘায়ুর কারণ হিসেবে নিজের জিনগত বৈশিষ্ট্য এবং দিনে তিনটি ডিম খাওয়ার অভ্যাসের কথা বলেছিলেন এমা । তিনটি ডিমের মধ্যে দুটিই তিনি কাঁচা খেতেন।

এমা জীবদ্দশায় শুধু তিনটি শতক দেখেছেন তাই নয়, নির্যাতনমূলক বৈবাহিক সম্পর্ক থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার একমাত্র শিশুপুত্রকেও হারাতে হয়েছে, দুটি বিশ্বযুদ্ধ তিনি দেখেছেন এবং ৯০ বার ইতালির সরকার পরিবর্তন দেখেছেন।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test