E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার অস্ট্রেলিয়াকে পরমাণু হামলার হুমকি উ. কোরিয়ার

২০১৭ এপ্রিল ২৩ ১১:১৭:০৮
এবার অস্ট্রেলিয়াকে পরমাণু হামলার হুমকি উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে মার্কিন পদাঙ্ক অনুসরণ’ করা অব্যাহত রাখলে দেশটির ওপর পরমাণু হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দেখা দিয়েছে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্তব্য করার পর এ হুমকি দিল উত্তর কোরিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, “অস্ট্রেলিয়া যদি উত্তর কোরিয়াকে কোণঠাসা ও শ্বাসরুদ্ধ করে ফেলার মার্কিন প্রচেষ্টাকে অনুসরণ করা অব্যাহত রাখে এবং ‘মার্কিন প্রভুর গোলাম’ থেকে যায় তাহলে তা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে দেশটি উত্তর কোরিয়ার পরমাণু হামলার আওতায় চলে আসবে।”

চলতি সপ্তাহের গোড়ার দিকে জুলি বিশপ বলেছিলেন, উত্তর কোরিয়া ‘পরমাণু অস্ত্র সক্ষমতা’ অর্জনের পথে রয়েছে এবং দেশটি এ অঞ্চলের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এখনই উত্তর কোরিয়ার গতিবিধি আটকে দেয়া।

বিশপের এ বক্তব্য ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এসব বক্তব্যকে ‘আবর্জনার স্তুপ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে এবং সোৎসাহে মার্কিন পদাঙ্ক অনুসরণ করছে।’

তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, “আমেরিকার তোষামোদী করার আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল নিজের লাগামহীন জিহ্বা নিঃসৃত বাক্যগুলোর পরিণতি সম্পর্কে দুইবার ভাবা।”

এদিকে শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আমেরিকার উত্তর কোরিয়া বিষয়ক নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি পিয়ংইয়ং-এর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য আবারো চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test