E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এক আঘাতেই ডুবে যাবে কার্ল ভিনসন’

২০১৭ এপ্রিল ২৪ ১২:২৫:১৫
‘এক আঘাতেই ডুবে যাবে কার্ল ভিনসন’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোরিয় উপদ্বীপগামী একটি বিমানবাহী মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী। উত্তর কোরিয়ার সরকারি মুখপত্র দৈনিক রডং সিনমুন এক সংবাদভাষ্যে লিখেছে, ইউএসএস কার্ল ভিনসন ‘মাত্র একটি আঘাতেই’ ডুবে যাবে।

কার্ল ভিনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ চলতি সপ্তাহেই কোরিয় উপদ্বীপে পৌঁছাবে বলে জানা গেছে। উত্তর কোরিয়ার 'পরমাণু আকাঙ্ক্ষার' ব্যাপারে আমেরিকার ‘কৌশলগত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রুপটিকে কোরিয় উপদ্বীপেপাঠিয়েছেন।

রডং সিনমুনের সংবাদভাষ্যে বলা হয়েছে, “পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরীকে মাত্র একটি আঘাতে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে আমাদের বিপ্লবী বাহিনী।” আমেরিকাকে ‘আসল জন্তু’ হিসেবে আখ্যায়িত করে এতে আরো বলা হয়, ওই আঘাত হবে ‘আমাদের সামরিক শক্তি প্রদর্শনের একটি প্রকৃত উদাহরণ।’

উত্তর কোরিয়ার অপর রাষ্ট্রীয় সংবাদপত্র মিনজু জসন একই কথার পুনরাবৃত্তি করে লিখেছে, দেশটির সেনাবাহিনী শত্রুদের এমন নির্দয় ও ধ্বংসাত্মক আঘাত হানবে যাতে তারা আর কখনো উঠে দাঁড়াতে না পারে।

সম্প্রতি উত্তর কোরিয়া বিশাল সামরিক কুচকাওয়াজে নিজের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র প্রদর্শনের পর আমেরিকার সঙ্গে দেশটির উত্তেজনা আরো বেড়ে গেছে। এ ছাড়া, মার্কিন আহ্বান উপেক্ষা করে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে পিয়ংইয়ং।

এর আগে শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছিল, ক্যানবেরা আমেরিকার তোষামোদী অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে পরমাণু হামলা চালানো হবে।

(ওএস/এসপি/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test