E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনে বাস উল্টে প্রাণ গেল ১১ শিশুর

২০১৭ মে ০৯ ২২:৪৫:৩১
চীনে বাস উল্টে প্রাণ গেল ১১ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বাস দুর্ঘটনায় অন্তত ১১ শিশুর প্রাণহানি ঘটেছে। এতে একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার প্রদেশের একটি সুড়ঙ্গে বাসটি উল্টে আগুনে পুড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার পাঁচ ও চীনের ছয়জন শিশু প্রাণ হারিয়েছে বলে স্থানীয় সরকার জানিয়েছে। নিহত শিশুদের বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। স্থানীয় সরকার টুইটারের বিকল্প চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার স্থান থেকে কেউ একজন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিল। পরে স্থানীয় গণমাধ্যমে সুড়ঙ্গের প্রবেশদ্বার দিয়ে ধোঁয়া বেরিয়ে আসার একটি ছবি প্রকাশ করা হয়। তবে ছবি কিংবা ভিডিও দেখে তা সঠিক কিনা যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে শানডং প্রদেশের রাজধানী কিংহোতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার কনস্যুলেট জানান, দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার ১০জন নিহত হয়েছে। কনস্যুলার কর্মকর্তাদেরকে এ ব্যাপারে খোঁজ নিতে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলছে, দুর্ঘটনা কবলিত চীনাদের মধ্যে একজনের কাছে দক্ষিণ কোরিয়ার পরিচয়পত্র পাওয়া গেছে।

চলতি বছরে চীনে দুর্ঘটনায় নিহতের পরিসংখ্যান গোপন রাখা হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশটিতে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত দুই লাখ ৫০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। কিন্তু গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া এবং রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক আইন প্রয়োগে ব্যর্থতার কারণে দুর্ঘটনা ঠেকাতে ব্যর্থ দেশটি। বিশেষ করে গ্রামের ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগ করা অনেকাংশেই সম্ভব হয় না।

(ওএস/এএস/মে ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test