E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মার্কিন পরমাণু বর্জ্য মজুদ কেন্দ্রের সুড়ঙ্গ ধসে পড়েছে

২০১৭ মে ১০ ১২:৫৫:৩৭
মার্কিন পরমাণু বর্জ্য মজুদ কেন্দ্রের সুড়ঙ্গ ধসে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন অঙ্গরাজ্য ওয়াশিংটনের পরমাণু বর্জ্য মজুদ করার একটি সুড়ঙ্গের বিশাল অংশ ধসে পড়েছে। সুড়ঙ্গের ভেতরে তেজস্ক্রিয় বর্জ্য বোঝাই ট্রেনের অনেক বগি রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, গতকাল ভোরের দুর্ঘটনার পর হ্যানফোর্ড নিউক্লিয়ার রিজার্ভেশনের শত শত কর্মীকে সরিয়ে নেয়া হয়। এ ছাড়া, দূরবর্তী কর্মীদেরকে ঘরের ভেতর থাকার নির্দেশ দেয়া হয়েছে। দক্ষিণপূর্বাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এদিকে, মার্কিন জ্বালানি দফতর বলেছে, ওই এলাকায় জরুরি তৎপরতা শুরু করা হয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের পরিবেশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো আভাষ পাওয়া যায়নি। এ ছাড়া, দুর্ঘটনার সময়ে সুড়ঙ্গের ভেতরে কোনো কর্মী ছিলেন না।

বিশাল এলাকা জুড়ে স্থাপিত হ্যান্ডফোর্ড কেন্দ্রে বহু দশক ধরে পরমাণু বোমায় ব্যবহার উপযোগী প্লুটোনিয়াম তৈরি করা হয়েছে। ১৯৮০ সালে এখানে প্লুটোনিয়াম উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

বর্তমানে এটি পরমাণু বর্জ্য জমা করার সর্ববৃহৎ কেন্দ্রে পরিণত হয়েছে। কেন্দ্রে পাঁচ কোটি ৬০ লক্ষ্য গ্যালন পরমাণু বর্জ্য রয়েছে। এ সব বর্জ্যকে তেজস্ক্রিয়তা মুক্ত করতে হবে। এখানে তেজস্ক্রিয়তা মুক্ত করার কর্মসূচি ১৯৮৯ সালে গ্রহণ করা হয়।

(ওএস/এসপি/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test