E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের ইতিবাচক সাড়া

২০১৭ মে ১১ ১৩:৩৫:৫৮
রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের ইতিবাচক সাড়া

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর ‘দমন-পীূড়ন’কে কেন্দ্র করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা রুখতে মিয়ানমারের প্রভাবশালী প্রতিবেশি দেশ হিসেবে চীনের সহায়তা চেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের আহবানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। গত দুই সপ্তাহের মধ্যে দুটি চীনা প্রতিনিধি দলের ঢাকা সফরকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত সান গোশিয়াং ও দেশটির ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের সিনিয়র উপদেষ্টা লি ঝিউলিং গত দুই সপ্তাহের ব্যবধানে ঢাকা সফর করেছেন। সর্বশেষ গত সোমবার ঢাকায় সিনিয়র উপদেষ্টা লি ঝিউলিংয়ের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এক বৈঠক হয়েছে। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনের সহায়তা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সে সময় চীনা উপদেষ্টা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন চীনা উপদেষ্টা। বৈঠকে রোহিঙ্গা সমস্যা ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য দূর করতে চীনের বাজারে বাংলাদেশের রফতানিযোগ্য ১৭ পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশের সুযোগ করে দেয়ার জন্য চীনকে অনুরোধ করা হয়।

এর আগে গত ২৩-২৬ এপ্রিল ঢাকা সফর করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত সান গোশিয়াং। সে সময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠক হয়। সে বৈঠকে পররাষ্ট্র সচিবের সঙ্গে রোহিঙ্গা সঙ্কট সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত ৯ অক্টোবরের পর থেকে বাংলাদেশে আরও ৭০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আর আগে থেকেই বাংলাদেশে আরও তিন লাখ রোহিঙ্গা অবস্থান করছে। রোহিঙ্গারা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে বলে চীনের বিশেষ দূতকে অবহিত করা হয়।

এছাড়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখার জন্য কক্সবাজারে যাওয়ার জন্যও বিশেষ দূতকে অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতে মিয়ানমারের প্রতিবেশী ও প্রভাবশালী দেশ হিসেবে রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের সহযোগিতা চাওয়া হয়। চীনের বিশেষ দূত সান গোশিয়াং রোহিঙ্গা সঙ্কট সমাধানে তার দেশ সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ এর আগেও এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়োিছল। বাংলাদেশের আহ্বানে আন্তর্জাতিক সম্প্রদায় সাড়াও দিয়েছে। বিশেষ করে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন সংস্থা ও দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তবে মিয়ানমারের ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে আসছে বাংলাদেশ। কেননা ঢাকা-বেজিংয়ের মধ্যে এখন উচ্চতর সম্পর্ক বিরাজ করছে। সে কারণে রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীনের সহযোগিতা নিতে চায় বাংলাদেশ। চীনের বিশেষ দূতের ঢাকা সফরের মধ্যে দিয়ে এই সহযোগিতার নতুন পথ ধীরে ধীরে খুলবে বলে প্রত্যাশা করছে সরকার।

(ওএস/এসপি/মে ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test