E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

২০১৭ মে ১৪ ১০:১৯:০৩
আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রবিবার সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহাপ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন শপথ গ্রহণ করার কয়েকদিনের মধ্যে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

ইওনহাপ জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত কুসং শহরের কাছাকাছি একটি স্থান থেকে সকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে।

টোকিও জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিট ধরে আকাশে ওড়ার পর দেশটির উত্তর উপকূল ও জাপানের মধ্যবর্তী স্থানে সাগরে পতিত হয়েছে।

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, ‘প্রেসিডেন্ট বলেছেন দক্ষিণ কোরিয়া এখনও উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনার সুযোগ রাখতে চায়। তবে এটি কেবল তখনই সম্ভব হবে যখন উত্তর কোরিয়া তাদের আচরণে পরিবর্তন আনবে।’

জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পিয়ংইয়ং এ পর্যন্ত অন্তত পাঁচটি পরমাণু পরীক্ষা চালিয়েছে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

চলতি বছরেই উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা বাড়তে শুরু করেছে। এছাড়া ঘনিষ্ঠ মিত্র চীনের সতর্কবানী উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

(ওএস/এএস/মে ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test