E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পদত্যাগ করবো না, পারলে হটাও’

২০১৭ মে ২৩ ১৩:০০:০৪
‘পদত্যাগ করবো না, পারলে হটাও’

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবি ওঠার পর ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টিমার বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। পারলে তাকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

সোমবার ব্রাজিলের সবচেয়ে বড় সংবাদপত্র ডি এস পাওলোকে দেওয়া সাক্ষাৎতকারে তিনি এ কথা বলেছেন।

টিমার বলেছেন, সুপ্রিম কোর্ট যদি আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে তারপরেও তিনি পদত্যাগ করবেন না।

তিনি বলেন, ‘আমি পদত্যাগ করব না। যদি চাও তাহলে আমাকে ক্ষমতাচ্যুত কর। কিন্তু আমি যদি ক্ষমতা থেকে সরে দাড়াই তাহলে আমিতো দোষ স্বীকার করে নিলাম।’

দিলমা রুসেফকে অভিশংসনের মুখে দাঁড় করিয়ে ক্ষমতা নেওয়া টিমার বলেন, ‘আগামী সপ্তাহগুলোতে আমি কংগ্রেসে গুরুত্বপূর্ণ বিল পাস করানোর মাধ্যমে আমি আমার ব্যাপক রাজণৈতিক ক্ষমতা দেখাব। আমি এখনো শেষ হয়ে যাইনি।’

শুক্রবার ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানায়, প্রেসিডেন্ট মাইকেল টিমার দুর্নীতির মামলায় গ্রেপ্তার পার্লামেন্টের প্রাক্তন স্পিকারের মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দেওয়া অব্যাহত রাখতে বলেছিলেন এক ব্যবসায়ীকে। এছাড়া ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি ঘুষ নিয়েছেন টিমার। এ ঘটনার পর সুপ্রিম কোর্ট টিমারের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে। ব্রাজিলের মাংস প্যাকেটজাতকারী বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান আদালতে বলেছেন, নির্বাচনী প্রচারণা ও সহযোগীদের দেওয়ার জন্য গত সাত বছরে ২৫ লাখ মার্কিন ডলার নিয়েছিলেন মাইকেল টিমার। প্রতিষ্ঠানের আরেক পরিচালক বলেছেন, নির্বাচনী প্রচারণায় অনুদান হিসেবে টিমার ও তার সহযোগীদের ২০১৪ সালে ৪৬ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছিল। তবে টিমার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

(ওএস/এএস/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test