E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের উত্তরখণ্ডে তীর্থযাত্রীদের বাস উল্টে নিহত ২২

২০১৭ মে ২৪ ১২:০৮:২২
ভারতের উত্তরখণ্ডে তীর্থযাত্রীদের বাস উল্টে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরখণ্ডের ধরাসুর এলাকায় তীর্থযাত্রীদের একটি বাস উল্টে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একশ ফুট নিচে ভাগীরথী নদীতে পড়ে যায়। ওই বাসে ৫৭ জন তীর্থযাত্রী গঙ্গোত্রী থেকে হরিদ্বার যাচ্ছিলেন বলে জানিয়েছেন তহশিলদার ডিডি শর্মা।

নিহতদের বেশিরভাগই মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। দুর্ঘটনার সংবাদে নিহতদের পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। প্রিয়জনদের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন করেছেন নিহতদের স্বজনরা।

দুর্ঘটনার পরপরই রাজ্য সরকারের নির্দেশে উদ্ধার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

(ওএস/এএস/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test