E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাবুল বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯০, রক্তদানের আবেদন

২০১৭ জুন ০১ ১১:৩৩:১৭
কাবুল বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯০, রক্তদানের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। প্রাথমিক খবরে কয়েকজন নিহত হওয়ার কথা বলা হলেও পরে তা দফায় দফায় বেড়ে যায়।

এ ঘটনায় অন্তত ৩৫০ জন আহত হয়েছে বলে সর্বশেষ খবরে নিশ্চিত করেছে আফগান সরকার ও দেশটির গণমাধ্যম। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। নিহতদের মধ্যে বিবিসি সংবাদ টিমের একজন গাড়িচালক রয়েছেন। এছাড়া, চার সাংবাদিক আহত হয়েছেন।

এদিকে, আহতদের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে রক্ত দেয়ার জন্য আফগান সরকার রাজধানীবাসীর প্রতি আবেদন জানিয়েছে।

হামলার বিষয়ে কেউ দায় স্বীকার করে নি তবে তালেবানরা কথিত বসন্ত অভিযান শুরুর পর এ বিস্ফোরণের ঘটনা ঘটল। এছাড়া, দু দিন আগে সাবেক যুদ্ধবাজ নেতা হেকমতিয়ারের একান্ত সচিব নিহত হয়েছেন।

বিস্ফোরণে ভারত, পাকিস্তান, ফ্রান্স, জার্মান ও জাপানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জাপান ও পাকিস্তান দূতাবাসের কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় পাকিস্তান সরকার ও দেশটির সেনাপ্রধান নিন্দা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন।

(ওএস/এসপি/জুন ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test