E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাবুলে জানাজায় সিরিয়াল বিস্ফোরণ, নিহত ২০

২০১৭ জুন ০৩ ২১:২২:৪১
কাবুলে জানাজায় সিরিয়াল বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : শোকাহত আফগানিস্তানে দেশটির এক সিনেটরের ছেলের জানাজায় সিরিয়াল বিস্ফোরণে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ৩০ জন। শনিবার রাজধানী কাবুলের খাইর খানা কবরস্থানে ওই সিনেটরের ছেলের জানাজার সময় সিরিয়াল বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কাবুলের বাদামবাগ এলাকায় সিনেটর ইজাদিয়ারের ছেলে মোহাম্মদ সেলিম ইজাদিয়ারের জানাজার প্রস্তুতির সময় বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি এই কর্মকর্তা।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় গণমাধ্যম বলছে, শুক্রবার কাবুলে গণ সমাবেশে দেশটির নিরাপত্তাবাহিনীর গুলিতে সিনেটর ইজাদিয়ারের ছেলে নিহত হন। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানের কূটনৈতিক পাড়ায় বিস্ফোরণে অন্তত ৯০ জনের প্রাণহানি ঘটে।

শনিবারের বিস্ফোরণের পর কাবুলের খাইর খানা কবরস্থান ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলাবাহিনী। একই সঙ্গে ওই এলাকা এড়িয়ে চলতে স্থানীয়দের পরামর্শ দেয়া হয়েছে।

বিস্ফোরণের দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে বলেন, ‘দেশ আক্রান্ত হয়েছে। আমাদেরকে অবশ্যই শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে।’

(ওএস/এএস/জুন ০৩, ২০১৭)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test