E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‌‘ট্রাম্প মিথ্যা বলেছেন’

২০১৭ জুন ০৯ ১১:০৭:৩৮
‌‘ট্রাম্প মিথ্যা বলেছেন’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন সদ্য বরখাস্ত এফবিআই প্রধান জেমস কোমি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী সিনেট কমিটির শুনানিতে বৃহস্পতিবার হাজির হয়ে তিনি এ অভিযোগ করেছেন।

শুনানিতে প্রায় তিন ঘন্টা কোমিকে বিভিন্ন প্রশ্ন করেন কমিটির সদস্যরা। পুরো শুনানিটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগের অভিযোগ ওঠে। রুশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জের ধরে নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্ত করতে বাধ্য হন ট্রাম্প। পরে ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করার ঘোষণা দেন কোমি। এরপর তাকে বরখাস্ত করেন ট্রাম্প।

রুশ তদন্তের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে কি না জানতে চাইলে কোমি বলেন, ‘এটা আমার মূল্যায়ন যে, রুশ তদন্তের কারণে আমাকে বরখাস্ত করা হয়েছে। রুশ সংশ্লিষ্টতার তদন্ত যেভাবে চলছিল সেটিকে ভিন্নখাতে নেওয়া বা কোনোভাবে পরিবর্তনের জন্য আমাকে বরখাস্ত করা হয়েছে। এটা অনেক বড় ব্যাপার।’

ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে মিথ্যা বলেছে দাবি করে তিনি বলেন, ‘এফবিআই পরিচালককে বরখাস্ত করতে আইন অনুযায়ী কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই। এরপরও প্রশাসন আমার দুর্নাম করার বিষয়টি বেছে নিয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বলা হয়েছে এফবিআই বিপর্যয়কর পরিস্থিতিতে আছে, এটি বাজেভাবে পরিচালিত হচ্ছে, কর্মীরা এর পরিচালকের ওপর আস্থা হারিয়েছে।’

এদিকে শুনানির পর প্রাথমিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, ট্রাম্প কখনোই মিথ্যা বলেননি। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হাকাবি বলেছেন, ‘ আমি নিশ্চিত করেই বলতে পারি প্রেসিডেন্ট মিথ্যাবাদী নন এবং খোলাখুলিভাবেই বলছি, এই প্রশ্নের মাধ্যমে আমাকে অপমান করা হয়েছে।

(ওএস/এএস/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test