E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংহাসন ত্যাগের পথ খুলল জাপান সম্রাটের

২০১৭ জুন ০৯ ১২:০০:৪৬
সিংহাসন ত্যাগের পথ খুলল জাপান সম্রাটের

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সম্রাট আকিহিতোকে সিংহাসন ত্যাগের পথ খুলে দিয়ে একটি বিল পাস হয়েছে জাপানের সংসদে। ২০০ বছরের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো সম্রাট তার জীবদ্দশায় সিংহাসন ত্যাগ করতে পারছেন।

৮৩ বছর বয়সী আকিহিতো গতবছর বলেছিলেন, বয়স এবং স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে দায়িত্ব পালন তার জন্য কঠিন হয়ে পড়ছে।

কিন্তু বিদ্যমান আইনে তার পদত্যাগের কোনো বিধান ছিল না।

জাপান সরকার এখন তার পদত্যাগের প্রক্রিয়া শুরু করবে। ২০১৮ সালেরে শেষ নাগাদ তিনি যুবরাজ নারুহিতোর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।

১৯৮৯ সাল থেকে সিংহাসনে আসীন আকিহিতোর হার্টের অপারেশন হয়েছে, প্রস্টেট ক্যান্সারের চিকিৎসাও নিয়েছেন তিনি।

গেল বছর এক বিরল ভাষণে আকিহিতো বলেছিলেন, বয়স এবং স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে।

সাংবিধানিকভাবে জাপানের সম্রাটের কোনো রাজনৈতিক বিবৃতি প্রদান করতে পারেন না। এ কারণ স্পষ্টভাবে ‘সিংহাসন ত্যাগ’ শব্দবন্ধ ব্যবহার করতে পারেননি তিনি। তিনি দায়িত্ব হস্তান্তরের ইঙ্গিত দিয়েছিলেন।

আকিহিতো তার উপর অর্পিত দায়িত্ব হস্তান্তর করতে পারলেও তার ছেলে বা তার উত্তরসূরি কেউই আর তাদের উপর অর্পিত দায়িত্ব হস্তান্তর করতে পারবে না।

ঠিক কবে দায়িত্ব হস্তান্তর হবে সে তারিখ এখনও ধার্য না হলেও নতুন আইন কার্যকর হওয়ার তিন বছরের মধ্যে তা অবশ্যই হতে হবে।

তবে আশা করা হচ্ছে ২০১৮ সালের ডিসেম্বরেই সিংহাসন ত্যাগ করবেন আকিহিতো। বিবিসি।

(ওএস/এসপি/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test