E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসাম-মিজোরামে বন্যায় ১২ জনের মৃত্যু

২০১৭ জুন ১৪ ১৪:১৮:১৩
আসাম-মিজোরামে বন্যায় ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম ও আসামে গত ২৪ ঘন্টায় প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। সোমবার রাত থেকে উভয় রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘বন্যায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের ৩৫০টি বাড়ি ভেসে গেছে এবং রাজ্যের লংগ্লেই জেলার তাবাংয়ে ১০ জন মারা গেছে। আরো ১০ জনের মতো নিখোঁজ হয়েছে।’

আসামের রাজধানী গৌহাটিতে ভারী বর্ষণ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা যায়। এদের একজন স্কুল শিশু ও অপরজন রিকশা চালক।

গৌহাটির ডেপুটি কমিশনার এম. আঙ্গামুতু গণমাধ্যমকে বলেন, ‘নগরীর বন্যা কবলিত জু রোড এলাকায় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের চার লাখ রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নগরীর একটি বড় অংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’

স্থানীয় টিভি চ্যানেল জানিয়েছে, ভূমিধসে ন্যাশনাল হাইওয়ে ৫৪ এর বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে বিদ্যুৎ সরবরাহও বিঘিœত হচ্ছে। এই সড়কটি দিয়েই দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে।

(ওএস/এসপি/জুন ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test