E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৪০

২০১৭ জুন ২৬ ০৯:০৯:৫৭
পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৪০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে সড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল নিতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭৫ জন। রবিবার সকালে পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসি ও দ্য ডন’র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে যান। এই সময় কন্টেইনারের নির্গত তেলে আগুন ধরে গেলে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় আশপাশের ৬টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়।

উদ্ধার কাজে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, তেল সংগ্রহের সময় কেউ সম্ভবত সেখানে লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করেছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধারকাজ শুরু করে। আহতদের ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীও কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুরে যাওয়ায় নিহতদের সবার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। এ জন্যে তাদের শরীরের নমুনা ডিএনএ টেস্টের জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে।

(ওএস/অ/জুন ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test