E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউ ইয়র্কে হাসপাতালে গুলি, চিকিৎসক নিহত

২০১৭ জুলাই ০১ ১২:২৬:৫৪
নিউ ইয়র্কে হাসপাতালে গুলি, চিকিৎসক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রংকস বরোয় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে এক চিকিৎসক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এক হাজার শয্যার ব্রংকস-লেবানন হাসপাতালে গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে। সে ওই হাসপাতালের প্রাক্তন চিকিৎসক বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, নিউ ইয়র্কের মেয়র বিল ডি বাসিলো বলেছেন, গুলি বর্ষণের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এটি তার কর্মস্থলের সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, এ হামলা একটি ভয়াবহ ঘটনা। হামলাকারী এমন স্থানে গুলি করেছে যেখানে লোকজন রোগ থেকে উপশম লাভের জন্য যান। মেয়র আরো বলেন, এ ঘটনায় আহত কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়ছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তিন চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলাকারী চিকিৎসকের সাদা পোশাকে ছিল। তার মৃত দেহের পাশে একটি বন্দুক পড়ে থাকতে দেখা যায় যেটিকে এম১৬ রাইফেল বলা হচ্ছে।

পুলিশ কমিশনার জেমস ও’নিল জানিয়েছেন, ১৭ তলা থেকে হামলা শুরু হয়। হতাহতরা হামলার শিকার হয় ১৭ ও ১৮ তলায়। তিনি আরো বলেন, গুলির পর বন্দুকধারী নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এর ফলে তিনি গুরুতর আহত হয়ে মারা যান।

বন্দুকধারীর আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করা হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যমে পুলিশ সূত্র জানিয়েছে, তার নাম হেনরি বেলো (৪৫)। তিনি ওই হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন চিকিৎসক। একাধিক সূত্রের বরাতে এনবিসি জানিয়েছে, ২০১৫ সালে বেলো পদত্যাগ করেছেন।

ব্রংকস-লেবানন একটি বেসরকারি ও অলাভজনক হাসপাতাল যেটি ১২০ বছর ধরে চলছে। যুক্তরাষ্ট্রে হাসপাতালে সাধারণতঃ গোলাগুলির ঘটনা কমই ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্থানে এধরনের কিছু ঘটনা ঘটছে।

২০১৫ সালে এক লোক বস্টনে একটি হাসপাতালে প্রবেশ করে এক হৃদরোগ চিকিৎসকের নাম ধরে তাকে খোঁজ করে। এরপর ওই চিকিৎসক হাসপাতালে প্রবেশ করার পর তাকে গুলি করে হত্যা করে। পরে তদন্তে জানা যায়, হামলাকারীর মা ওই হাসপাতালে এর আগে চিকিৎসা নিয়েছিলেন।

২০১৬ সালের জুলাইয়ে ফ্লোরিডায় একটি চিকিৎসা কেন্দ্রে রোগীর কক্ষে ঢুকে এক ব্যক্তি বয়স্ক এক নারী ও হাসপাতালের এক কর্মীকে গুলিতে হত্যা করে। তদন্তে জানা যায় হামলাকারী মানসিক রোগী ছিল।

(ওএস/এএস/জুলাই ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test