E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তানে ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৯০

২০১৭ জুলাই ০১ ১৪:০৯:০৪
পাকিস্তানে ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৯০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ভাওয়ালপুরে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় আরও ১৬ জনের মৃত্যু হলে এই নিহতের সংখ্যা বাড়ে।

এর আগে গত রোববার (২৫ জুন) পাকিস্তানের উপকূলীয় শহর করাচি থেকে লাহোর যাওয়ার পথে ৪০ হাজার লিটার জ্বালানি নিয়ে তেলের ওই ট্যাংকারটি বিস্ফোরিত হয়। তেল নিতে স্থানীয় গ্রামবাসী ট্যাংকারটির কাছে জড়ো হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। চালক অবশ্য আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন।

ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তাহিরা পারভিন বলেন, ‘আহতদের অনেকে মারা যাওয়ায় ট্যাংকার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে।’

দুর্ঘটনার পর কয়েক ডজন মোটর সাইকেল এবং গাড়ির বিচূর্ণ অংশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া রান্নাবান্নার তৈজসপত্র, বালতিসহ সংসারের কাজে প্রয়োজনীয় অনেক জিনিস সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভুক্তভোগীরা বেশিরভাগই আশপাশের গ্রামের বাসিন্দা।

পাকিস্তান ট্রাফিক পুলিশের মুখপাত্র ইমরান শাহ জানিয়েছেন, সরকার ওই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে। তথ্য গোপনের অভিযোগে এ পর্যন্ত কমপক্ষে পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

রমজান মাস শেষে ঈদের ঠিক একদিন আগেই দেশটিতে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এর জন্য শৃঙ্খলা ব্যবস্থার সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

(ওএস/এসপি/জুলাই ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test