E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে যাচ্ছেন মোদি

২০১৭ জুলাই ০৪ ১১:৫৩:৪৯
ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

ঐতিহাসিক এই সফরকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। মোদিকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হবে এবং সফরের পুরো সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদির সঙ্গে থাকবেন।

মঙ্গলবার মোদির ইসরায়েল সফর নিয়ে ভারত ও ইরায়েলের গণমাধ্যমে বহু ইতিবাচক খবর প্রকাশিত হচ্ছে। মোদির সফর ‘সফল ও ঐতিহাসিক’ হবে বলে এরই মধ্যে উল্লেখ করেছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক সফার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের বিশাল প্রতীকী গুরুত্ব রয়েছে। ইসরায়েলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম ঐতিহাসিক সফর সফল হতে চলেছে।

১৯৯২ সালে দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার ২৫ বছর পূর্তিতে ইসরায়েল সফর করছেন মোদি। আবারও ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপনের পরীক্ষায় উত্তীর্ণ হলো ইসরায়েল এবং বিভিন্ন ক্ষেত্রে গভীর সহযোগিতার আশা করছে দুই দেশ।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইউভাল রোটেম বলেছেন, ‘মোদির সফরের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সবসময় তার সঙ্গে থাকবেন। পদস্থ অন্যান্য বিদেশি অতিথিদের জন্য এমনটি করেন না প্রধানমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এটি একটি ইঙ্গিত, আমরা তার সফরকে কতটা গুরুত্ব দিচ্ছি।’

এক টুইটে নেতানিয়াহু বলেছেন, ‘আমার বন্ধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে আসছেন। তার সফরের সময় অনেক অনুষ্ঠানে আমি তার সঙ্গে থাকব।’

(ওএস/এএস/জুলাই ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test