E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেনিজুয়েলায় পার্লামেন্টে সরকার সমর্থকদের হামলা

২০১৭ জুলাই ০৬ ১১:৫৬:৪৯
ভেনিজুয়েলায় পার্লামেন্টে সরকার সমর্থকদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সমর্থকদের হামলায় বেশ কয়েকজন আইনপ্রণেতা আহত হয়েছেন। বুধবার পার্লামেন্টে প্রবেশ করে তারা এ হামলা চালায় বলে জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার পার্লামেন্টের অধিবেশন বসে। প্রায় ১০০ সরকার দলীয় সমর্থক নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় কয়েকজন সাংবাদিক ও পার্লামেন্টের দু’জন কর্মী আক্রান্ত হন ।

ভেনিজুয়েলোর সংবাদমাধ্যম টাল কুয়াল এ হামলার জন্য ‘কলেক্টিভোস’ নামে একটি গ্রুপকে দায়ী করেছে। পত্রিকাটি দাবি করেছে, হামলাকারীরা পার্লামেন্টে প্রবেশের জন্য রকেট ও বিস্ফোরক ব্যবহার করেছে। তারা কয়েকজন আইনপ্রণেতাকে মেঝেতে ফেলে দিয়ে লাথি মারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে আহত এমপিদের শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে। এদের মধ্যে ছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার অ্যামেরিকো ডি গ্রাজিয়া। তাকে স্ট্রেচারে করে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখা গেছে।

পার্লামেন্ট স্পিকার জুলিও বরজেস টুইটার বার্তায় জানিয়েছেন, প্রায় ৩৫০ জন লোক কয়েক ঘন্টা ধরে অবরুদ্ধ ছিলেন। এদের মধ্যে ১০৮ জন ছিলেন সাংবাদিক, শিক্ষার্থী ও দর্শনার্থী।

স্পিকার জুলিও হামলায় আহত আইনপ্রণেতাদের মধ্যে পাঁচজনের নাম উল্লেখ করেছেন যাদের কয়েকজনকে চিকিৎসা দিতে হয়েছে।

ভেনিজুয়েলা সরকার এ ঘটনায় দোষীদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test