E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জি-২০ সম্মেলন : প্রতিবাদে উত্তাল হামবুর্গ

২০১৭ জুলাই ০৭ ১২:১৪:৪০
জি-২০ সম্মেলন : প্রতিবাদে উত্তাল হামবুর্গ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বন্দর শহর হামবুর্গে জি-২০ সম্মেলন শুরু হওয়ার আগে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৭৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ বলছে, আহতদের মধ্যে বাহিনীর তিন কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন।

জি-২০ সম্মেলনের প্রতিবাদে ‘নরকে স্বাগতম’ শীর্ষক একটি পদযাত্রারে আয়োজন করা হয়। এতে প্রায় ১২ হাজার প্রতিবাদকারী অংশ নেন। সেখান থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত।

জলবায়ু পরিবর্তন, বাণিজ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এই সম্মেলনে আলাপ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য বিশ্ব নেতারা।

পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকামান থেকে পানি ছিটায়। একইসঙ্গে বিক্ষোভকারীদের হঠাতে পিপার স্প্রেও ব্যবহার করা হয়। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট-পাটকেল ও বোতল ছোড়ে।

প্রথমবার সংঘর্ষের পরই আয়োজকরা কর্মসূচি বাতিল করেন। তবে তারপরও রাজপথে অবস্থান করতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশ বলছে, এরপর অন্যান্য এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে অন্তত একজন গুরুততর আহত হয়েছেন।

পুলিশ বলছে, তারা আগেই সংঘর্ষের বিষয়ে সতর্ক করেছিল এবং দেশীয় বেশ কিছু অস্ত্র তারা উদ্ধার করেছিল।

জি-২০ সম্মেলন ঘিরে হামবুর্গে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, সম্মেলনের প্রতিবাদে হামবুর্গ শহরে ১ লাখের মতো মানুষ অবস্থান করছেন। বিবিসি।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test