E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তুরস্কে ৭০০০ পুলিশ-বেসামরিক কর্মকর্তা বরখাস্ত 

২০১৭ জুলাই ১৫ ১২:৫২:০৬
তুরস্কে ৭০০০ পুলিশ-বেসামরিক কর্মকর্তা বরখাস্ত 

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি সরকার আরো সাত হাজারের বেশি পুলিশ ও বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষাবিদকে বরখাস্ত করেছে। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে বরখাস্ত করা হয় এদের। বরখাস্তকৃতদের মধ্যে পুলিশ কর্মকর্তাদের সংখ্যাই বেশি বলে জানানো হয়েছে।

গতকাল এক ফরমান জারি করে ২৩০৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতদের মধ্যে কয়েকজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া একই ফরমানে আনাতোলিয়া প্রদেশের ৩০২ জন শিক্ষাবিদকে চাকরীচ্যুত করা হয় বলে জানিয়েছে দৈনিক হুররিয়াত। অবসরপ্রাপ্ত ৩৪২ কর্মকর্তা ও সেনার পদবি এবং গ্রেডও একই ফরমানে কেড়ে নেয়ার ঘোষণা দেয়া হয়।

গত বছরের ১৫ জুলাই প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল এবং এ ঘটনার বর্ষপূর্তির মাত্র একদিন আগেই দেশটিতে নতুন করে বরখাস্তের ফরমান জারি করা হলো।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test