E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য ট্রাম্প দায়ী’

২০১৭ জুলাই ১৬ ১২:০৯:৩১
‘বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য ট্রাম্প দায়ী’

আন্তর্জাতিক ডেস্ক : ইরান অভিযোগ করেছে, বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী।

ইরানের গায়ে ‘দুর্বৃত্ত’ রাষ্ট্রের লেভেল লাগানোর যে চেষ্টা করছেন ট্রাম্প ও তার প্রশাসন, তা প্রত্যাখ্যান করে পাল্টা ট্রাম্পকেই সব ধরনের বৈশ্বিক নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা।

তেহরানের অভিযোগ, ট্রাম্পের ‘সর্বগ্রাসী ও সাংঘর্ষিক নীতি’-এর জন্যই বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই সময় ট্রাম্প অভিযোগ করেন, জঙ্গিদের সাহায্য করছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বহরাম কাসেমকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী ও সাংঘর্ষিক নীতি এবং কর্মকাণ্ড এবং তাদের উগ্র, আগ্রাসী ও অধিগ্রহণকারী মিত্রদের জন্যই রাষ্ট্রবিরোধী ও বিদ্রোহীগোষ্ঠীর জন্ম হচ্ছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়ার মতো ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ এবং তাদের যারা সাহায্য করছে, তাদের কাছ থেকে নতুন হুমকির উত্থান হচ্ছে।

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাল্টা অভিযোগ, যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবই মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য দায়ী।

(ওএস/এএস/জুলাই ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test