E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুরু হচ্ছে চীন-রাশিয়ার যৌথ মহড়া

২০১৭ জুলাই ১৮ ১২:৫৬:১৭
শুরু হচ্ছে চীন-রাশিয়ার যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবং চীনের নৌবাহিনী চলতি বছরের প্রথম পর্যায়ে আগামী শুক্রবার থেকে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এ মহড়া ২১ জুলাই শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত।

মহড়ায় দু দেশের পক্ষ থেকে ১০টি করে বিভিন্ন শ্রেণির যুদ্ধাজাহাজ যোগ দেবে। এছাড়া, অংশ নেবে ১০টি করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার। মহড়ায় যোগ দিতে চীনা পিপলস লিবারেশন আর্মির যুদ্ধজাহাজগুলো ২১ জুলাই বাল্টিক সাগরে পৌঁছাবে। মহড়ার প্রথম দিনে চীন ও রাশিয়ার নৌবাহিনীর কয়েকজন কমান্ডার উপস্থিত থাকবেন।

চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহড়ার ‘সক্রিয় অংশ’ অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত। এতে তাজা গোলাগুলি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকা ও জাপানের সঙ্গে চীনের যখন নানামুখী সামরিক উত্তেজনা চলছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে রাশিয়া ও চীন সামরিক দিক দিয়ে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার সুযোগ পাবে।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test