E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল পাস

২০১৭ জুলাই ২৬ ১১:০১:৩৯
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। পরিষদের সদস্যরা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদ রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন করেছে। এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন হুমকির মুখে পড়েছে।

এবারের এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন রাশিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এসব ব্যক্তি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিবিসি ও সিএনএন জানিয়েছে, প্রতিনিধি পরিষদে নিষেধাজ্ঞা আরোপের এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৪১৯ সদস্য। বিপক্ষে মাত্র তিনজন।

এখন এই বিল সিনেটে পাশ হলে ট্রাম্পের জন্য তা যথেষ্ট মাথাব্যথার কারণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ভেটো দেবার ক্ষমতা রাখেন।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই বিলে প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো দেবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি। যদি এতে তিনি ভেটো দেন তাহলে রাশিয়ার অতি সমর্থক হিসেবে তার বিরুদ্ধে মার্কিন জনগণের যে সন্দেহ ও অভিযোগ রয়েছে সেটি আরো ঘনীভূত হবে। আর যদি তিনি এর পক্ষে থাকেন তাহলে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতি হবে।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test