E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেনেজুয়েলায় বিক্ষোভ নিষিদ্ধ

২০১৭ জুলাই ২৮ ২৩:১১:০৫
ভেনেজুয়েলায় বিক্ষোভ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় চারদিনের জন্য বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। আগামি মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তারপরেও আইন অমান্য করে কেউ বিক্ষোভ করলে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হতে পারে। দেশটিতে নতুন সংবিধান চালুর জন্য রোববারের নির্বাচনে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তর রেভেরোল। খবর বিবিসির।

তবে বিরোধী দল নিষেধাজ্ঞার বিষয়টিকে স্বৈরতন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। গত এপ্রিল থেকে চলা বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে।

যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে রাজধানী কারাকাসে মার্কিন দূতাবাসে বসবাসরত পরিবারের সদস্যদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্য সদস্যরা চাইলে তাদেরও দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে।

বিরোধীদের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধ জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কয়েক ঘণ্টার মধ্যে তাদের সঙ্গে আলোচনায় বসার কথাও বলেন তিনি।

বিবিসির কারাকাস প্রতিনিধি উইল গ্রান্ট বলেন, বিক্ষোভ নিষিদ্ধ করার ফলে দু'পক্ষের মধ্যে দূরত্ব আরও বাড়বে। এতে শেষ মুহূর্তের আলোচনার সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছে।

দেশটিতে বর্তমানে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলছে। বৃহস্পতিবার উত্তর কারাবোবো রাজ্যে সহিংসতায় ৪৯ বছর বয়সী একজন নিহত হয়েছেন। বিরোধীদল জানিয়েছে, নতুন আইনের বিরোধিতা করে শুক্রবারই তারা বড় ধরনের বিক্ষোভ করবে।

রেভেরোল বলেন, নির্বাচনী সময়ে রাস্তায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে এবং দেশের ৯৬টি স্থানে নির্বাচনী অপরাধ চিহ্নিত করার ব্যবস্থা রাখা হবে।

বিরোধী দলের এক নেতা টুইট করে লোকজনকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test