E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আফগান যুদ্ধে আমরা হেরে যাচ্ছি’

২০১৭ আগস্ট ০৩ ১৮:০৪:২২
‘আফগান যুদ্ধে আমরা হেরে যাচ্ছি’

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর প্রতি অভিযোগ করে বলেছেন, আফগান যুদ্ধে আমেরিকা হেরে যাচ্ছে।

একইসঙ্গে আফগান যুদ্ধে না জিততে পারার অভিযোগে সেখানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসনকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

গত ১৯ জুলাই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেছেন। এসময় এক কর্মকর্তা আফগান যুদ্ধ ‘শেষ পর্যায়ে আছে’ জানালে ট্রাম্প তার দাবি প্রত্যাখ্যান করেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, ‘আফগানিস্তানে আমরা জিততে পারব না; আমরা হেরে যাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এককর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৬ বছর আগে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান চালালেও এখনো তালেবান তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।

প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডকে এ সময় ট্রাম্প বলেন, আফগান যুদ্ধে জিততে না পারার কারণে নিকলসনকে বরখাস্তের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ।

২০১৬ সালের মার্চ মাস থেকে জেনারেল নিকলসন আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।

বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলে সেখানকার কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।

(ওএস/এএস/আগস্ট ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test