E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেক্সিকো সীমানা প্রাচীর নিয়ে ট্রাম্পের প্রতারণা

২০১৭ আগস্ট ০৫ ১২:২৮:১৯
মেক্সিকো সীমানা প্রাচীর নিয়ে ট্রাম্পের প্রতারণা

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সীমান্তে প্রাচীর নির্মাণ রাজনৈতিক ইস্যু। তাই সীমান্ত প্রাচীর নির্মাণ করতে মেক্সিকো কোনো অর্থ দেবে না এটা জনসম্মুকে তার বলা উচিৎ নয়।

বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট ট্রাম্প ও পেনার টেলিফোনের কথোপকথনের স্ক্রিপ্ট প্রকাশ করেছে। এতে মেক্সিকো সীমানা প্রাচীর নির্মাণে নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টি যে ট্রাম্পের রাজনৈতিক প্রতারণা ছিল সে বিষয়টি উঠে এসেছে।

গত ২৭ জানুয়ারি এনরিক পেনার সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, চোরাচালান ও অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকোকেই অর্থ দিতে হবে।

পেনা অবশ্য সাফ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সীমান্তে প্রাচীর নির্মাণে মেক্সিকো কোনো অর্থ দেবে না।

গত ২৭ জানুয়ারিতে সীমান্ত প্রাচীর বিষয়ে এনরিক পেনার সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এসময় তিনি বলেন, ‘ আমরা যে বিষয়ে কথা বলছি অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে এর গুরুত্ব অনেক কম। তবে মানসিকভাবে এর অর্থ আছে।

ট্রাম্প বলেন, ব্যাপারটা হচ্ছে, ‘আমরা দুজনই রাজনৈতিকভাবে বেশ কিছুটা আবদ্ধ। কারণ সীমান্ত প্রাচীরের জন্য মেক্সিকোর কাছ থেকে আমাকে অর্থ পেতে হবে।’

জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট জানান, তার দেশে এর জন্য অর্থ দিতে পারবে না।

এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘আপনি এটি সংবাদমাধ্যমের সামনে বলতে পারবেন না। সংবাদমাধ্যম এটা নিয়ে কাজ শুরু করবে এবং আমি এর মধ্যে থাকতে পারব না। আপনি এটা সংবাদমাধ্যমের সামনে বলতে পারবেন না, কারণ আমি ওই অবস্থায় আলোচনা চালিয়ে যেতে পারব না।’

এসময় ট্রাম্প পেনার সঙ্গে সম্পর্ক ছিন্নেরও হুমকি দেন। তিনি বলেন, ‘অর্থের জোগান কোনো না কোনো ফর্মুলার মাধ্যমে বের হবে। এটা বন্যার মতোই আসবে এবং এটা ঠিক আছে। তবে আপনি যদি বলেন যে মেক্সিকো প্রাচীরের জন্য অর্থ দেবে না, তাহলে আমি আপনাদের সঙ্গে দেখা করব না। কারণ আমি ওটা (প্রাচীর) ছাড়া থাকতে পারব না।’

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test