E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যয় বাড়াল ইরান

২০১৭ আগস্ট ১৪ ১০:০৬:৪৬
ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যয় বাড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও রেভ্যুলুশনারি গার্ডের প্রতিরক্ষা সক্ষমতাকে জোরদার করতে বাজেট বরাদ্দ বাড়িয়েছে ইরান। রবিবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসে অনুমোদিত একটি নিষেধাজ্ঞা বিলে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন। ইরানের দাবি, তেহরানের ওপর ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আক্ষরিক ও নীতিগতভাবে লঙ্ঘন করেছে।

রবিবার সামরিক বরাদ্দ সংক্রান্ত যে বিলটি পাস হয়েছে তাতে ইরানের প্রতিটি ক্ষেপাণস্ত্র কর্মসূচিতে ২৬ কোটি মার্কিন ডলারেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া রেভ্যুলুশনারি গার্ডের শাখা কুদস বাহিনীর বরাদ্দও এর মধ্যে রাখা হয়েছে। এই কুদস বাহিনীই ইরাক ও সিরিয়ায় শিয়াদের হয়ে লড়াই করছে।

পার্লামেন্টে বিলটি পাশের সময় এমপিরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান তোলেন।|

স্পিকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘সন্ত্রাসী তৎপরতা ও অভিযানের জবাব’ দিতে এই পদক্ষেপ।

উপপরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পার্লামেন্ট সদস্যদের বিলটি সম্পর্কে বলেছেন, ‘বিলটি এমনভাবে করা হয়েছে যাতে এটি পরমাণুর চুক্তির লঙ্ঘন না করে এবং শত্রুদের কোনো অজুহাতের সুযোগ না দেয়।’

(ওএস/এএস/আগস্ট ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test