E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোয়াইট হাউস থেকে আরো এক উপদেষ্টার বিদায়

২০১৭ আগস্ট ২৬ ২২:৩৩:৪১
হোয়াইট হাউস থেকে আরো এক উপদেষ্টার বিদায়

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউস থেকে বিদায় করা হয়েছে আরো এক উপদেষ্টাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বিদায় করলেন তার আরেক ঘনিষ্ঠ সহযোগী কাউন্টার টেররিজম উপদেষ্টা সেবাস্টিয়ান গোর্কাকে।

শনিবার বিবিসি এ খবর জানিয়ে বলেছে, এটি পরিষ্কার নয় যে, গোর্কা নিজে পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগে বাধ্য করানো হয়েছে।

এর আগে হোয়াইট হাউস থেকে একে একে বিদায় নেন ট্রাম্পের উপদেষ্টা শন স্পাইসার, রেইন্স প্রিবাস ও স্টিভ ব্যানন। সর্বশেষ বাদ পড়া গোর্কা অবশ্য তার বিদায় নেওয়া প্রসঙ্গে এখনো মুখ খোলেননি।

হোয়াইট হাউসের অজ্ঞাত এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন গোর্কাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘গোর্কা পদত্যাগ করেননি, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে, তিনি আর হোয়াইট হাউসে কাজ করবেন না।’

এদিকে নিউ ইয়র্ক টাইমস পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ওই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জন কেলি গত সপ্তাহে অভ্যন্তরীণ আলোচনাকালে গোর্কাকে রাখার বিষয়ে আগ্রহ দেখাননি।

হোয়াইট হাউস সর্বশেষ ‘চাকরি হারানো’ এই সেবাস্টিয়ান গোর্কা নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের পরিচালন কৌশল নির্ধারণে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, গোর্কা তাদের অন্যতম।

চরম ডানপন্থী অনলাইন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট ডট কমের সাবেক প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক গোর্কা ‘ইসলামি সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে তুমুল সোচ্চার ছিলেন। এ কারণে ট্রাম্প তাকে সহযোগী হিসেবে বেছে নিয়েছিলেন বলে মনে করা হয়।

(ওএস/এএস/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test