E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেক্সাসে ভয়াবহ বন্যার আশঙ্কা

২০১৭ আগস্ট ২৭ ১১:৩৭:৫০
টেক্সাসে ভয়াবহ বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে টেক্সাসে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার এনএইচসি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, প্রচণ্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় হার্ভে হোস্টন এবং কর্পাস ক্রিস্টি শহরের ওপর দিয়ে বয়ে যাওয়ায় ইতোমধ্যেই সেখানে পঞ্চাশ সেন্টিমিটারের ওপর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অ্যাবট বলেন, স্থানীয় নদীর পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে, কর্তৃপক্ষ একটি জেলখানা থেকে পাঁচ হাজারের মতো কয়েদিকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

রকপট শহরে ঝড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরটির মেয়র চালর্স ওয়াক্স জানিয়েছেন, ঝড়ে শহরের ঘরবাড়িগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াক্স বলেন, ‘সব ধরনের নাগরিক সুবিধা বিঘ্নিত হয়েছে এখানে। যোগাযোগ মাধ্যমের ক্ষতি হয়েছে, ইন্টারনেট নেই, সেলুলার কিংবা ল্যান্ড ফোনের লাইনও নিষ্ক্রিয়। আমরা সার্বিক ক্ষতি নিরূপণের চেষ্টা চালাচ্ছি। যন্ত্রের সাহায্যে উদ্ধারকারী দল চেষ্টা করছে রাস্তা তৈরি করে নাগরিকদের কাছে পৌঁছাতে।

স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন মেটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালালেও ঝড়ের কারণে আমরা তাদের খুব বেশি সাড়া দিতে পারছি না।

কর্তৃপক্ষ বলছে, তিন লাখের মতো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কর্পাস ক্রিস্টি এবং রকপট শহরে বন্যার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন।

(ওএস/এএস/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test