E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৩

২০১৭ আগস্ট ২৮ ১১:০১:১৬
আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

রবিবার হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় একটি সেনা গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এখনও এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ। খবর- আল জাজিরা ও বিবিসির।

তালেবানদের হাত থেকে নাওয়া শহর পুনর্দখল করা হয়েছে, সরকারি বাহিনীর এমন ঘোষণার এক মাসের মধ্যেই এ বড় ধরনের হামলা হলো।

গত কিছুদিন ধরেই ওই এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল যুদ্ধ চলছে। সর্বশেষ গত সপ্তাহেই প্রদেশের রাজধানী লসখারগাতে সিটি পুলিশের সদর দফতর লক্ষ্য করে একই ধরনের গাড়িবোমা হামলা চালানো হয়।

আফগান সরকারি সূত্র জানিয়েছে, হতাহতদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক উভয় রয়েছেন।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জুয়াক বলেছেন, রবিবার একটি মার্কেটের কাছে ওই গাড়িবোমা হামলায় অন্তত ১৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাদেশিক রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test