E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুম্বাইয়ে পাঁচতলা ভবন ধস, নিহত ১২

২০১৭ আগস্ট ৩১ ২০:০৮:১২
মুম্বাইয়ে পাঁচতলা ভবন ধস, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই শহরের একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় ১২ জন নিহত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আরো কমপক্ষে ৪০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভেনদি বাজার এলাকার একটি ভবন ধসে পড়ে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনটি থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে ভবনের নিচে আরো বহু মানুষ আটকা পড়েছে। উদ্ধার অভিযান চলছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনটিতে নয়টি পরিবার বাস করত। ভবনটির নিচতলায় মিষ্টির দোকানের একটি গুদামঘর ছিল।

দমকল বাহিনীর ১০টি গাড়ি এবং ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন।

ভারি বৃষ্টিপাতের কারণে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মহারাষ্ট্র কর্তৃপক্ষ ভবন ধসের ঘটনাটি তদন্ত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুভাস দেসাই।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test