E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে ৩ মার্কিনির কারাদণ্ড

২০১৭ সেপ্টেম্বর ০৪ ১১:১০:২৪
ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে ৩ মার্কিনির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও এতে সহযোগিতার অভিযোগে দেশটিতে অবস্থানরত তিন মার্কিন নাগরিক ও এক লেবানিজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিনিদের মধ্যে দুইজন ইরান-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।

ইরানের একটি আদালত এ সাজার নির্দেশ দিয়েছে বলে রবিবার নিশ্চিত করেছে তেহরানের প্রসিকিউটর কার্যালয়। তবে এরইমধ্যে দণ্ডপ্রাপ্তদের আপিল আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে বলেও জানায় প্রসিকিউটর কার্যালয়। খবর- আল জাজিরার।

দণ্ডপ্রাপ্তমধ্যে মধ্যে চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিউই ওয়াং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্বাস জাফারি। অন্যরা হলেন, ইরান-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ব্যবসায়ী সায়মাক নামাজি ও তার বাবা বাকুয়ার এবং লেবাননের নাগরিক নিজার জাক্কা।

পরিবারের বরাত দিয়ে নামাজির মার্কিন আইনজীবী জার্দ গেনসার যুক্তরাষ্ট্রের গত সপ্তাহে গণমাধ্যমকে বলেছেন, কয়েকদিন আগেই তাদের বিরুদ্ধে এ সাজার আদেশ হয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ওয়াংয়ের স্ত্রী জানিয়েছেন, আগস্টের শুরুতে তারা ওয়াংয়ের আপিল আবেদন বাতিলের খবর পান।

দর্শন বিষয়ে উচ্চতর গবেষণার জন্য ইরানে গিয়ে গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হন ওয়াং। তিনি গবেষণার আড়ালে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছেন বলে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত লেবানিজ নাগরিক নিজারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে সহযোগিতার অভিযোগ আনা হয়। এজন্য তাকে ১০ বছরের কারাদণ্ড ও ৪২ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়।

নিজার আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞ। ইরানের এক সরকারি কর্মকর্তার আমন্ত্রণে গত বছর তিনি সেখানে যান।

পারমাণবিক প্রকল্প ইস্যু নিয়ে ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরেই ইরানের শীতল সম্পর্ক বিরাজ করছে। এবার মার্কিন নাগরিকদের কারাদণ্ডের ফলে সে সম্পর্ক আরও তলানীতে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এএস/০৪ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test