E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইরমার তাণ্ডবে কিউবায় নিহত ১০

২০১৭ সেপ্টেম্বর ১২ ১২:২৩:৫৮
ইরমার তাণ্ডবে কিউবায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ইরমার তাণ্ডবে বিপর্যস্ত ফ্লোরিডা। প্রবল ঝড়-বৃষ্টিতে প্রায় ৬৫ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে ঝড়ের আঘাতে কিউবায় প্রাণ হারিয়ে ১০ জন। এছাড়া ফ্লোরিডায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

মিয়ামির বিভিন্ন স্থান পানির নিচে তলিয়ে গেছে। সোমবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, যতক্ষণ না স্থানীয়রা বাড়ি ফিরতে পারছেন, ততক্ষণ ক্ষতির মাত্রা আন্দাজ করা সম্ভব হচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই ঝড় যেন এক বিরাট দৈত্যের মতো। এই পরিস্থিতিতে আমরা মানুষের জীবন নিয়ে ভাবছি। কী পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হল তা নিয়ে ভাবছি না।’

আবহাওয়া অফিস জানিয়েছে, ইরমা ফ্লোরিডার পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়েছে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ১৬০ কিলোমিটার বেগে অরল্যান্ডোর উপর দিয়ে বয়ে গেছে ইরমা।

প্রচণ্ড ঝড়ের কারণে ফ্লোরিডায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। ক্যারিবিয়ান দ্বীপে ইরমার আঘাতে এ পর্যন্ত প্রায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test