E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমাদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করবেন না’

২০১৭ সেপ্টেম্বর ২২ ১৬:১২:৫০
‘আমাদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করবেন না’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছেন, তারা এখানে কোনো সমস্যা তৈরি করতে আসেন নি। দয়া করে তাদের সঙ্গে সন্ত্রাসবাদীর মতো ব্যবহার করবেন না। ভারতের হায়দ্রাবাদে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী সাইদুল্লা বাশার (২৭) কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ওই আহ্বান জানান।

তিনি বলেন, ‘কেউ উদ্বাস্তু হতে চান না। মিয়ানমার সরকার গণহত্যা চালাচ্ছে বলেই আমরা দেশ ছাড়ে চলে আসতে বাধ্য হয়েছি। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সেখানে ফিরে যেতে চাই।’

হায়দ্রাবাদে কমপক্ষে চার হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয় শিবিরে বাস করছেন। এরমধ্যে প্রায় সাড়ে তিন হাজার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের নথিভুক্ত। এদের মধ্যে কিছু রোহিঙ্গা এসেছিলেন ২০১২ সালে যখন মিয়ানমারে সহিংসতা সৃষ্টি হয়।

স্থানীয় হোটেলে কাজ করা ২০ বছরের এক যুবক বলেন, ‘আমরা গরীব মানুষ, আমরা এখানে যে কাজ পাই সেই কাজই করি। মিয়ানমারে সহিংসতার জন্য আমাদের পরিবারের কিছু সদস্য ও আত্মীয় আমাদের সঙ্গে নেই। কিছু বাংলাদেশে পালিয়ে গেছে, কিছু ইন্দোনেশিয়ায় চলে গেছে, কিছু শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব ও দুবাইতে চলে গেছে।’

আব্দুল করিম নামে এক রোহিঙ্গা বলেন, ‘আমরা দেশে ফিরে যেতে চাই। যদি গোটা বিশ্ব আমাদের সমর্থন করে তাহলে আমরা মনে করি আমরা সেখানে ফিরে যেতে পারব। কাউকে যদি দেশ ছাড়তে বাধ্য করা হয় তাহলে তার হৃদয় চূর্ণ হবে না, তিনি কী কাঁদবেন না?’ প্রশ্ন আব্দুল করিমের।

ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গেও তাদের যোগ রয়েছে বলে গোয়েন্দারা দাবি করেছেন। সেজন্য তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ওই পদক্ষেপের বিরুদ্ধে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মানবিকতার খাতিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো উচিত নয় বলে মনে করছে ভারতের বিভিন্ন রাজনিতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা।


(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test