E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যেভাবে আকর্ষণীয় হবেন পুরুষরা  

২০১৮ জানুয়ারি ২০ ১৬:০৫:৫৮
যেভাবে আকর্ষণীয় হবেন পুরুষরা  

লাইফস্টাইল ডেস্ক : সুদর্শন একজন পুরুষ আশেপাশের মানুষের কাছে সহজেই পছন্দনীয় হয়ে ওঠে। এমনটিই বলছেন একজন জার্মান বিশেষজ্ঞ৷ তাই তিনি পুরুষদের আকর্ষণীয় হয়ে ওঠার কিছু টিপসও দিয়েছেন।

ক্রিম

পুরুষদের ত্বকও কিন্তু শুষ্ক হতে পারে, যা মাঝে মাঝে লাল হয় বা চুলকায়। ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে এরকম ত্বকের জন্য ইউরিক অ্যাসিড বা দুধযুক্ত ক্রিম ব্যবহার করা উচিত৷ আর হ্যাঁ, পুরুষদের জন্য তৈরি ক্রিম ব্যবহার করাই ভালো৷ কারণ, সেগুলোতে সাধারণত মেয়েলি বা ফুলের গন্ধ কম থাকে। পুরুষকে তো মেয়েরা পুরুষের মতোই দেখতে চায়, তাই না?

আই ভ্রু

আই ভ্রু যখন এলোমেলোভাবে বেড়ে ওঠে তখন যে শুধু মেয়েদেরই দেখতে খারাপ লাগে, তা নয় কিন্তু। তাই বিউটিশিয়ানের পরামর্শ, মেয়েদের মতো অতটা নিয়মিত না হলেও, কিছুদিন পরপর আই ভ্রু ঠিকঠাক করে রাখা উচিত বলে জানান রোজিটা বাজটেক।

চুলের যত্ন

ভালো মানের শ্যাম্পু দিয়ে নিয়মিত চুল ধু’তে হবে। চুলে খুসকি হলে , তার উপযুক্ত বিশেষ শ্যাম্পু ব্যবহার করুন। বাড়তি কোনো কিছু ব্যবহারের প্রয়োজন নেই। শ্যাম্পু করার পর হেয়ার ড্রায়ারের হালকা তাপে চুল শুকিয়ে নিয়ে আচড়িয়ে ফেলুন। ব্যাস, পরিচ্ছন্ন দেখানোর বড় কাজটি কিন্তু হয়ে গেল।

চোখের ঘুম ভাঙাতে...

সকালে চোখের ফোলাভাব কমাতে চোখের ওপর ঠান্ডা চোখের জেল ব্যবহার করতে পারেন। তাছাড়া চা পান করার পর টি-ব্যাগটি রাতে ফ্রিজে রেখে দিন। আর সকালে সেই ঠান্ডা কালো চায়ের ব্যাগটি কিছুক্ষণ চোখের আশেপাশে বুলিয়ে নিলেও ফোলাভাব কমে যাবে।

ত্বকের যত্ন

আমরা প্রথমেই তাকাই মানুষের মুখের দিকে। আর সেজন্য ত্বকের যত্ন জরুরি৷ পুরুষদের ত্বক সাধারণত একটু মোটা আর তেলতেলে হয়। তাই দিনে দু’বার অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করে ফেসওয়াটার লাগিয়ে নিন। মাসে অন্তত দু’বার মুখে পিলিং বা স্ক্রাব ব্যবহার করাই যথেষ্ট।

দাড়ি ছাঁটা

আগে ‘ক্লিনশেভ’ পুরুষই ছিল সৌন্দর্যের প্রতীক। দিন পাল্টেছে। এখন তিন দিনের দাড়ি কিংবা পুরো দাড়ি রাখাটাই যেন ফ্যাশন। তাই দাড়ি রাখলে সবসময় সুন্দর করে ছেঁটে রাখুন। তা না হলে যত ফিটফাটই থাকুন না কেন,এলোমেলো লাগবে।

পারফিউম

‘‘পুরুষের শরীরের গন্ধ নাকি নারীকে ‘উত্তেজিত’ করে তোলে- এমন একটা প্রবাদ প্রচলিত থাকলেও আজকের যুগে তা অচল’’, বলেন জার্মানির মিউনিখ শহরের বিউটিশিয়ান রোজিটা বাজটেক। তিনি মনে করেন, বরং ডিওডোরেন্ট বা পারফিউম পুরুষদের শরীরের অপ্রীতিকর গন্ধকে দূরে ঠেলে দেয়। তবে সুগন্ধি ব্যবহার করলেও তা যেন অতিরিক্ত গন্ধযুক্ত না হয়, কারণ, সুগন্ধির মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্বেরও খানিকটা আঁচ পাওয়া যায়।

হাতের নখ

অনেক ছেলেই হাতের নখের একদম যত্ন নেয় না। অথচ হাতের নখ সুন্দর করে কেটে, পরিস্কার করে খানিকটা হ্যান্ড ক্রিম লাগালেই হয়ে যায়। শুধু লক্ষ্য রাখতে হবে, হাতের ত্বক যেন শুষ্ক না থাকে। আপনার সঙ্গিনী যেন হাত ধরে আবার সাথে সাথেই ছেড়ে দিতে না চায়।

পরিচ্ছন্ন থাকুন, নিজেকে সুস্থ রাখুন

দেখতে পরিস্কার-পরিচ্ছন্ন একজন পুরুষ শুধু অন্যদের আকর্ষণই করে না, সেই পুরুষ নিজেও তখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করে। তথ্যসূত্র: গো নিউজ২৪।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test