E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নখ সাজাতে কোটি টাকার নেলপলিশ!

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৫:৫৮:০৩
নখ সাজাতে কোটি টাকার নেলপলিশ!

লাইফস্টাইল ডেস্ক : নখ সাজাতে নেলপলিশের তুলনা নেই। হাত-পায়ের আঙুলকে রাঙিয়ে না তুলতে পারলে নারীদের সাজ থাকে অপূর্ণ। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের বিখ্যাত প্রসাধনী প্রস্তুতকারক সংস্থা অ্যাজেচিউর বাজারে নিয়ে এল ‘ব্ল্যাক ডায়মন্ড’ নেলপলিশ। যার মূল্য ভারতীয় মুদ্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। কুচকুচে কালো এ নেলপলিশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান নেলপলিশ।

কিন্তু এটি সাধারণ নেলপলিশের মতো নয়। এ নেলপলিশটি দিয়ে আঙুল সজ্জিত করা রত্নের প্রলেপেরই সমান। এটি নখে লাগালে তার থেকে হিরের দ্যুতি ছড়িয়ে পড়ে। ২৬৭ ক্যারেটের বিরল কালো হিরে দিয়ে বিশেষ পদ্ধতিতে এ নেলপলিশটি তৈরি করা হয়েছে।

এর আগে অবশ্য সোনার নেলপলিশ বানিয়ে গোটা দুনিয়াকে তাক লাগিয়েছিল অ্যাজেচিউর। সোনার পর এবার হিরে। এরই মধ্যে গোটা দুনিয়ার ফ্যাশন মহলে ‘ব্ল্যাক ডায়মন্ড’-কে নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। সুতরাং, এর থেকে দাবি করাই যায়, আমজনতার কাছে অধরা থাকলেও আর্থিক সঙ্গতিপূর্ণ বেশ কিছু মহিলার ড্রেসিং টেবিলে খুব তাড়াতাড়ি অবশ্যই শোভা পাবে এ ‘ব্ল্যাক ডায়মন্ড’ নেলপলিশটি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test