E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাড়িতে বমি ভাব দূর করার উপায়

২০১৮ মে ১৩ ১১:২৬:২৭
গাড়িতে বমি ভাব দূর করার উপায়

নিউজ ডেস্ক : গাড়িতে উঠলে বমি কিংবা বমি বমি ভাব দেখা দেয় অনেকেরই। আর কাজের প্রয়োজনে গাড়িতে তো চড়তে হবেই। কিন্তু দ্রুতগতিতে গাড়ি চলতে শুরু করলেই যদি মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় বা গা গোলাতে থাকে, তাহলে তো গাড়িতে ওঠাই মুশকিল। কীভাবে কাটানো যায় এই সমস্যা? বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললেই এই সমস্যা এড়ানো যেতে পারে।

মানুষের শরীরে ৩টি অংশ গতি নির্ণয় করতে পারে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌছে যায়। এই তিনটি অংশ হল- চোখ, অন্তঃকর্ণ এবং ত্বক। এদের 'সেন্সরি রিসেপ্টর' বলা হয়। যখনই এই ৩ সেন্সরের মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দেয়, তখনই মূলত মোশন সিকনেস দেখা দেয়।

সমস্যা থেকে বাঁচার উপায়:
*গাড়িতে বসে সামনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকানোর পরামর্শ বিশেষজ্ঞদের।
*যাত্রাপথের গতির বিরপীতে তাকাতেও নিষেধ করছেন ডাক্তাররা।
*তেলের গন্ধ কাটাতে ভালো মানের এবং ভালো গন্ধের এয়ারফ্রেশনার কাজে দিতে পারে।
*চলতি পথে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারলে ভালো হয়।
*গাড়ির ভেতর মোবাইল ফোন বা ট্যাব ব্যবহার না করাই ভালো।
*যে সিটে কম ঝাঁকুনি, তা বেছে নিতে হবে।
*জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে।

(ওএস/এএস/মে ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test