E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মূলতানি মাটি দিয়ে চুল পরিচর্যা

২০১৯ জানুয়ারি ১৫ ১৭:৪৮:৪৮
মূলতানি মাটি দিয়ে চুল পরিচর্যা

লাইফস্টাইল ডেস্ক : ত্বকে ব্যবহারের পাশাপাশি চুল ও মাথার ত্বকের যত্নেও মুলতানি মাটি ব্যবহার করা যায়। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুলে মুলতানি মাটি ব্যবহারের পন্থা ও উপকারিতা সম্পর্কে এখানে জানানো হল।

* আগা ফাটা চুলে টক দই ও মুলতানি মাটি মিশিয়ে লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।

* চুল পড়া কমাতে কালো-গোলমরিচ গুঁড়া করে উপরের মিশ্রণের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে মৃদু শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।

* চুলের বৃদ্ধির জন্য অ্যালো ভেরা, লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

* রুক্ষ চুলের যত্নে টক দইয়ের সঙ্গে মুলতানি মাটি, সামান্য মধু ও লেবুর রস মেশান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।

* চুল কন্ডিশনিং করতে কুসুম গরম তিলের তেল দিয়ে মাথার ত্বক মালিশ করুন। এক ঘণ্টা পর মুলতানি মাটি ও পানির তৈরি পেস্ট মাথার ত্বক ও চুলে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে চুল পরিষ্কার করে নিন।

* মাথার ত্বকের তৈলাক্তভাব কমাতে এবং মাথার ত্বক পরিষ্কার করতে সমপরিমাণ মুলতানি মাটি ও রিঠার গুঁড়া পানির দিয়ে পেস্ট তৈরি করে নিন। চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত পেস্ট লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে নিন।

* খুশকির সমস্যা দূর করতে এক টেবিল-চামচ মেথি-গুঁড়া ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। মেথি পেস্ট করে তাতে পাঁচ টেবিল-চামচ মুলতানি মাটি ও এক চা-চামচ লেবুর রস মেশান। প্রয়োজন হলে এতে পানি মিশিয়ে নিতে পারেন। মাথার ত্বকে এই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন।

(ওএস/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test