E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাগুন হাওয়ায় ত্বকের বিশেষ যত্ন

২০১৯ ফেব্রুয়ারি ১৪ ১৮:৩৮:২৬
ফাগুন হাওয়ায় ত্বকের বিশেষ যত্ন

লাইফস্টাইল ডেস্ক : ফাগুন হাওয়া মানেই এলোমেলো হাওয়া। শীতের শেষ আর গরমের শুরু। এই সময় সব থেকে বেশি চাপ পরে ত্বকে ওপর। এই সময় না নেয়া যায় শীতের যত্ন, না নেয়া হয় গরমের যত্ন। তার ওপর বিভিন্ন উৎসবে সাজ মেকআপ তো আছেই। তবে শুধু মেকআপ আর প্যাক ব্যবহার করার নামই রুপচর্চা নয়। এমন আরো অনেক কিছু আছে যা নিয়মিত করতে পারলে বা মেনে চললে আপনি নিজেকে সবার থেকে অনেক আলাদা করে রাখতে পারবেন। নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্য নারীরা বিভিন্ন রকম প্রসাধনী ও সাজসজ্জার আশ্রয় নেয়। কিছু টিপস জানা থাকলে এই সাজসজ্জার বিষয়টি হয়ে যায় চটুজলদি এবং ঝামেলাহীন। দেরি না করে এখনি জেনে নিন কিছু কার্যকরী বিউটি টিপস।

টমেটোর রস ও দুধ একসঙ্গ মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা ভাব কমে যাবে।

ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।

কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।

লিগমেন্টেশন বা কালো দাগ থেকে মু্ক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।

তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন এ জায়গায়।

মুখে কোনো র‌্যাশ বের হলে অড়হর ডাল বাটা পেস্ট লাগান র্যা শের উপর। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ থাকবে না।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

মুখের তাৎক্ষণিক লাবণ্য আনতে একটা ভেষজ রুপটান আছে। আধা চা চামুচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার মুখকে ভেজা রাখবে।

অতিরক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেস্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা ও দূর হয়ে যাবে।

মুখের বাদামি দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।

হাত পায়ের সৌন্দয্য অক্ষুণ্ন রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশি ফর্সা দেখাবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test