E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীতে কানে ইনফেকশন লক্ষণ ও সারানোর ঘরোয়া উপায়

২০২২ জানুয়ারি ২১ ১১:৩৩:৪৮
শীতে কানে ইনফেকশন লক্ষণ ও সারানোর ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক : শীতে কানে ইনফেকশনের সমস্যা বেড়ে যায়। ছোট-বড় সবাই এ সমস্যায় ভুগতে পারেন। এক্ষেত্রে মধ্যকর্ণ ও অন্তঃকর্ণে সংক্রমণ হয়ে থাকে ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে।

বিশেষজ্ঞদের মতে, বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে কানের ইনফেকশনে আক্রান্তের সংখ্যা বাড়ে। করোনাকালে ওমিক্রনের প্রভাবেও এমনটি হতে পারে।

এক্ষেত্রেও মধ্যকর্ণে ইনফেকশন দেখা দিচ্ছে। তারপর সেই ইনফেকশনের কারণে কানে জমছে তরল। এই তরল ইয়ার ড্রামের পিছনে জমা হচ্ছে।

শীতেই কেন কানে ইনফেকশন হয়?
বিশেষজ্ঞরা বলছেন, শীত যেমন আরামদায়ক তেমনই সমস্যা তৈরি করে এই আবহাওয়া। শীতে নানা ব্যাকটেরিয়া ও ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। এ কারণেই সমস্যা অনেকটা বেশি দেখা যায়।

আগে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যেত। তবে এখন সবার মধ্যেই সমস্যা বেশি দেখা যাচ্ছে। তাই সবাইকেই থাকতে হবে সতর্ক।

কানের সংক্রমণের লক্ষণ :
১. কানে ব্যথা
২. মাথাব্যথা
৩. কান চুলকানো
৪. কান ফুলে যাওয়া
৫. কান থেকে তরল বের হওয়া
৬. কানে শুনতে না পাওয়া
৭. কানে তালা মেরে থাকা ইত্যাদি।

বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ব্যথার তুলনায় কানে ব্যথা অনেকটা তীব্র হয়। ঠান্ডা আবহাওয়ার কারণে এ ব্যথা আরও বেড়ে যায়।

কানে ব্যথা সারাবেন যেভাবে-

কানের যে কোনো সমস্যা অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শমতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅ্যালার্জিক ও ব্যথার ওষুধ খেতে হবে।

কানে ব্যথা হলে গরম সেঁক দিন। এতে ব্যথা অনেকটাই কমে।

কান সব সময় পরিষ্কার রাখতে হবে। কানের ভেতরে যেন কোনোভাবেই পানি না যায় সেই বিষয়টাও নিশ্চিত করুন।

কানে যাতে ঠান্ডা না লাগে সেদিকেও খেয়াল রাখবেন। এজন্য পরতে পারেন টুপি, হেড ব্যান্ড, মাফলার ইত্যাদি।

কটন বাডস দিয়ে কান পরিষ্কার করতে যাবেন না ভুলেও। তাতে সমস্যা আরও বাড়বে।

এমনকি কানে আঙুল দেওয়ার চেষ্টা করবেন না। কারণ হাতে থাকা জীবাণু এক্ষেত্রে কানে পৌঁছাতে পারে।

ধূমপানের কারণেও বাড়তে পারে কানের সমস্যা। তাই এই অভ্যাস দূর করুন।

ঠান্ডা লাগলে সচেতন থাকুন। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ও নিয়মিত ওষুধ খান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test