E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাটো পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা!

২০২২ আগস্ট ১৫ ১৯:০২:৩৪
খাটো পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা!

নিউজ ডেস্ক : নারীরা যে সব সময় লম্বা পুরুষদেরকেই পছন্দ করেন তা কিন্তু নয়। গবেষকরা এ বিষয়ে বলছেন ভিন্ন কথা।

বিভিন্ন সমীক্ষা ও গবেষণার তথ্য বলছে, লম্বা নয় বরং খাটো পুরুষরাই নাকি জীবনসঙ্গী হিসেবে সেরা।

খাটো পুরুষদের মধ্যেই নাকি বিবাহবিচ্ছেদ কম। এমনকি সঙ্গীর ভালোমন্দও নাকি এরা বেশি বোঝেন অন্যদের চেয়ে।

চলুন তবে জেনে নেওয়া যাক ঠিক কী কী কারণে গবেষকরা দাবি করছেন যে, খাটো পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা-

১৯৮৬-২০১১ সাল পর্যন্ত করা এক সমীক্ষায় গবেষকরা দেখার চেষ্টা করেছেন যে, উচ্চতা অনুযায়ী বিবাহবিচ্ছেদের ঝুঁকি কাদের মধ্যে বেশি।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানীদের মতে, বিগত বছরগুলোতে করা সমীক্ষার তথ্য অনুযায়ী জানা যায় গড় উচ্চতা ও লম্বা পুরুষদের তুলনায় খাটো পুরুষরা দেরিতে বিয়ে করেন।

খাটো পুরুষদের মধ্যে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা ৩২ শতাংশ কম বলেও জানানে গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, খাটো পুরুষরা সত্যিই লম্বা পুরুষদের তুলনায় বেশি ঘরের কাজ করেন।

সমীক্ষার তথ্যমতে, খাটো পুরুষরা প্রতি সপ্তাহে প্রায় ৮ ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ করেন। অন্যদিকে লম্বা পুরুষরা সপ্তাহে সাড়ে ৭ ঘণ্টারও কম সময় কাজ করেন।

সমীক্ষা অনুসারে, ৭৮ শতাংশ খাটো পুরুষই তাদের স্ত্রী/বান্ধবীদের চেয়ে বেশি উপার্জন করেন।
অন্যদিকে গড় উচ্চতার পুরুষরা প্রায় ৬৯ শতাংশ ও লম্বা পুরুষরা প্রায় ৭১ শতাংশ বেশি নারী সঙ্গীর চেয়ে বেশি উপার্জন করেন।

তথ্যসূত্র : ব্রাইট সাইড

(ওএস/এএস/আগস্ট ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test