E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্পঞ্জের স্যান্ডেল পরে হাঁটার দিন

২০২৩ মে ৩১ ১৬:০০:৩১
স্পঞ্জের স্যান্ডেল পরে হাঁটার দিন

লাইফস্টাইল ডেস্ক : ঘরে এমনকি বাইরেও স্পঞ্জ স্যান্ডেল পরার অভ্যাস অনেকেরই আছে। এই স্যান্ডেলগুলো খুবই আরামদায়ক, টেকসহ ও পাতলা ধরনের হয়। ফলে স্পঞ্জের স্যান্ডেল পরে হাঁটলে পা আরাম পায়।

যারা এ ধরনের স্যান্ডেল পরতে পছন্দ করেন, তারা চাইলে সারাদিন এই স্যান্ডেল পরে হাঁটাচলা করতে পারেন। কারণ আজ ফ্লিপ ফ্লপ (স্পঞ্জ স্যান্ডেল বা চপলকে বলা হয়) দিবস।

জানলে অবাক হবেন, মানুষ হাজার হাজার বছর ধরে এ ধরনের স্যান্ডেল পরে আসছে। ইতিহাস অনুযায়ী, প্রাচীন মিশরীয়রা ৪০০০ খ্রিষ্ট পূর্বাব্দে প্রথম পরা শুরু করে এগুলো।

তারপর থেকে বিশ্বের সবাই স্যান্ডেল ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েন। সমুদ্র সৈকতে হাঁটা থেকে শুরু রে রোদের মধ্যে বাইরে ঘুরে বেড়ানো এমনকি ঘরের মধ্যেও পরে থাকার জন্য ভিন্ন ভিন্ন স্যান্ডেল ব্যবহার করেন কমবেশি সবাই।

যদিও স্পঞ্জের স্যান্ডেল পরতে অনেক আরামদায়ক। তবে বেশিক্ষণ তা পরে থাকাও উচিত নয়। কারণ এগুলো পাতলা ধরনের হওয়ায় পায়ের তলায় ঘা হতে পারে।

এছাড়া উপরের অংশ খোলা থাকার কারণে পায়ে ময়লা জমতে পারে। এমনকি সানবার্নও হতে পারে পায়ের ত্বকে।

সূত্র: ডে’স অব দ্য ইয়ার

(ওএস/এসপি/মে ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test