E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরান ঢাকার জিভে জল আনা তেহারীর "সিক্রেট রেসিপি"

২০১৪ মে ০৬ ১৪:২৪:১৯
পুরান ঢাকার জিভে জল আনা তেহারীর

নিউজ ডেস্ক : তেহারীর নাম মনে এলেই মনে পড়ে যায় ‍পুরান ঢাকার স্বাদ। কেন বলুন তো? কী আছে পুরান ঢাকার তেহারীতে যে একবার খেলে স্বাদ ভোলা যায় না কিংবা বাড়িতে রাঁধতে গেলেও ঠিক সেরকম হয় না? শৌখিন এই রাঁধুনি আজ আপনাদের জন্য এনেছেন পুরনো ঢাকার মুখরোচক তেহারির সেই গোপন রেসিপিটি, যেটা হয়তো অনেকেই খুঁজছেন। ঠিক এই রেসিপিতেই রান্না করেন বিখ্যাত সেই তেহারী!

আসুন, জেনে নেয়া যাক দারুণ রেসিপি।

উপকরণ :
গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি,
গোলমরিচ ৫/৬টি,
এলাচ ৭টি,
দারুচিনি ২ টুকরো,
জায়ফল১/২ টি,
জয়ত্রি ১/২ চা চামচ,
ভেজিটেবিল+সরিষার তেল ১/২ কাপ,
পেঁয়াজ স্লাইস ১কাপ,
আদা বাটা ২চামচ,
রসুন বাটা ১ চামচ,
টক দই ১/২ কাপ,
কাঁচামরিচ ১০টি,
পোলাও চাল ৫০০ গ্রাম,
দুধ ১ কাপ,
পানি প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি :

-প্রথমে গোশতকে দই, আদা বাটা, রসুন বাটা,লবণ গুলমরিচের গুড়ো,গরম মসলা মিশিয়ে ম্যারিনেট করুন ১ ঘন্টা।
-ডেকচিতে তেল দিয়ে পেয়াজ হালকা বাদামী করে ভেজে গোশত দিন,কম আঁচে ঢেকে রাখুন,প্রয়োজন হলে অল্প পানি দিন এবং মাংস সিদ্ধ হলে নেড়ে নামান।
-হাঁড়িতে প্রয়োজনমতো (সাড়ে ৩ কাপ লাগবে ৫০০ গ্রাম চালে) পানি ফুটিয়ে চাল, দুধ, লবণ দিয়ে নাড়ূন। পোলাও এর চাল হয়ে আসার আগে ৬-৭ টুকরো কাঁচামরিচ দিন।
-অল্প আঁচে রেখে রান্না গোশত ছড়িয়ে দিন এবং গোশতগুলো পোলাও এর চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

(ওএস/এটি/মে ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test