E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্তমানের নারীদের ৪টি চাহিদা!

২০১৪ মে ০৭ ১৫:৩৫:০২
বর্তমানের নারীদের ৪টি চাহিদা!

যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের মনমানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। আগের যুগের অনেক কিছুর মধ্যে এসেছে পরিবর্তন। এই সকল পরিবর্তনের মধ্যে কিছু কিছু পরিবর্তন ভালোর জন্য হয়েছে আবার কিছু কিছু অতোটা ভালো হচ্ছে না আমাদের সমাজে। কিন্তু তারমানে এই নয় যে সকল পরিবর্তনই খারাপ।

আজকালকার নারীরা কীভাবে চিন্তা করেন ? নিজের ভবিষ্যৎ সঙ্গী সম্পর্কে কী ভাবেন এবং কোন কোন জিনিসটি চান তাদের কাছ থেকে জানেন কি? বেশীরভাগ নারী তার হবু স্বামীর মাঝে কিছু বিশেষ গুনাবলী আশা করে থাকেন। সংসারের সুখ এবং মানিয়ে চলার জন্যই নারীরা বিশেষ কিছু জিনিস চান পুরুষের কাছে। আসুন জেনে নেয়া যাক বর্তমানের নারীরা পুরুষের কাছ থেকে যে ৪ টি জিনিস চান।

কিছুটা রান্নাবান্নার শখ
একটা সময় ছিল যখন ছেলেরা রান্নাবান্না করবেন তা কেউ ভাবতেই পারতেন না। কিন্তু যুগের সাথে সাথে মানসিকতার পরিবর্তন হয়েছে। অনেক পুরুষই এই ধরণের শখ রাখেন। আর এই জিনিসটিই নারীরা পছন্দ করেন এবং চেয়ে থাকেন নিজের প্রিয় মানুষটির কাছে। হঠাৎ পছন্দের কিছু খাবার রান্না করে চমকে দিলেন স্বামী এই জিনিসটি অনেক নারীই কল্পনা করেন মনে মনে।

ঘরের কাজে সাহায্য করার মানসিকতা
পুরুষেরা ঘরের বাইরে কাজ করেন বিধায় ঘরের কোনো কাজ করতে পারবেন না বা করবেন না এই জিনিসটি কেমন যেন অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। কিন্তু নারীরা এর বাইরে চিন্তা করে থাকেন। অনেক কিছু না হোক সামান্য কিছু সাহায্য সহযোগিতা করার মনো মানসিকতার পুরুষ খুঁজে থাকেন তারা। ঘরের কাজে কিছুটা সাহায্য চেয়ে থাকেন প্রিয় মানুষটির কাছে।

শাশুড়ির সাথে তুলনা না করা
অনেক পুরুষের মধ্যে এই স্বভাবটি রয়েছে যা একেবারেই উচিৎ নয়। মা এবং স্ত্রী দুজনের স্থান আলাদা। তাদের একজনের সাথে আরেকজনের তুলনা কখনোই করা চলে না এবং এটি উচিৎও নয়। হ্যাঁ, একজন পুরুষ তার মায়ের মতো গুণবতী স্ত্রী খুজতেই পারেন তবে তার স্ত্রীকে অবশ্যই তার মায়ের মতো হতে হবে এমনটা ভাবা উচিৎ নয়। কোনো নারীই এই জিনিসটি মেনে নিতে পারেন না এবং চান না। তারা চান তার স্বামী তার তুলনা শাশুড়ির সাথে না করুন।

চাকুরী করতে দেয়ার মনমানসিকতা
অনেক পুরুষ ভাবেন স্ত্রী শুধুমাত্র ঘরে থাকবেন এবং ঘরের দেখাশোনা করবেন। আজকালকার যুগেও অনেক পুরুষকে স্ত্রী চাকুরী করা একেবারেই অপছন্দ করতে দেখা যায়। কিন্তু এটি কি কারণে হবে? একজন নারী পুরুষের মতোই যখন পড়ালেখা শেষ করে চাকুরীতে যোগদান করেন তখন তার নিজের ক্যারিয়ার গড়ারও স্বপ্ন থাকে। তারাও চান একটি সফল জীবন। সেকারণে বর্তমানের নারীরা এমন পুরুষ খোঁজেন যারা তার ক্যারিয়ারের বিরুদ্ধে থাকবেন না বরং ক্যারিয়ার গড়তে সাহায্যও করবেন।

(অ/মে ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test